বিজয়ী হয়ে ফিরব নইলে ফিরবই না - মেজর...

Post on 18-Jul-2016

135 views 108 download

description

একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন দেশের আপামর জনসাধারন। মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশই ছিলেন দেশের সাধারন জনগন, যারা সল্প সময়ের সমর প্রশিক্ষন নিয়েই ঝাপিয়ে পড়েছিলেন দেশকে শত্রুমুক্ত করতে।আজ আমরা যেসকল মুক্তিযুদ্ধের গল্প গাঁথা, কাহিনি শুনি তার বেশির ভাগই রাজনীতিকদের বাগারম্বরতা আর বুদ্ধিজীবীদের কলমে আবদ্ধ। সম্মুখ সমরে ঘটে যাওয়া ঘটনা তাদের কাছ থেকেই জানা সম্ভব যারা সম্মুখ সমরে উপস্থিত ছিলেন একাত্তরে। এদের মধ্যে অনেকেই লেখক নন যারা সাবলীল ভাবে লিখতে পারবেন। অনেকে নিজেদের বিরত্বের কাহিনী ভালভাবে গুছিয়ে এখন বলতেও পারেন না। অনেকে না বলতে বলতে ভুলেও গেছেন হয়তবা। অনেকের কথা শীতল হতে হতে হয়ত জমে গেছে, উত্তাপের অভাবে গলছেও না।আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, উপন্যাস, চলচিত্রে একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি দেখি ঠিকই, তবুও কতটুকু থাকে সেখানে? পাকিস্তানী হানাদারদের অত্যাচার, রাজাকার, আল-বদরদের নিমকহারামী, এইগুলোই বেশিরভাগ ক্ষেত্রে ফুটে ওঠে। এগুলোর প্রয়োজন অবশ্যই আছে। তবে এই কি শুধু মাত্র মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধের সাহসী সৈনিকদের অবিশ্বাষ্য সমর অভিজ্ঞতা, তাদের নতুন নতুন আবিষ্কৃত রনকৌশল, বীরত্বপুর্ন সত্য ঘটনা এগুলোর অস্তিত্ব প্রায় অনুপস্থিত এসকল সাহিত্য ও চলচিত্র কর্মে। অথচ এগুলো মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান উপাদান। এগুলো রয়ে গেছে অগোচরে। এরকম কিছু বীরত্বের কথা, কিছু সম্মুখ সমর অভিজ্ঞতা নিয়েই সাজানো হয়েছে এই গ্রন্থটি।বিজয়ী হয়ে ফিরব নইলে ফিরবই না মেজর কামরুল হাসান ভূঁইয়া

Transcript of বিজয়ী হয়ে ফিরব নইলে ফিরবই না - মেজর...